সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি গত শনিবার (১৬ সেপ্টেম্বর) এবং এর আগেরদিন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। শুক্রবার বিকালে তিনি বালাগঞ্জ উপজেলা সদর, বালাগঞ্জের ইলাসপুর, বোয়ালজুড় বাজার, দক্ষিণ সুরমার নাজির বাজার, লালাবাজারে গণসংযোগ করেন। এরপর সন্ধ্যায় তিনি দক্ষিণ সুরমার কামালবাজার, জালালপুর বাজার, বালাগঞ্জের মোরারবাজার এবং মাদ্রাসাবাজারে গণসংযোগ করেন।
এদিকে গতকাল শনিবার দুপুরে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও, ঘিলাছড়া, ফেঞ্চুগঞ্জ বাজার এবং দক্ষিণ সুরমার মোগলাবাজারে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ দলীয় মনোনয়ন চেয়ে আসছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী। এবার দলীয় মনোনয়ন লাভের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী। আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। গণসংযোগকালে আওয়ামী লীগ নেতা আজাদ মিয়া, সিলেটের ২৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহরিয়ার আহমদ রুবেল, শাহপরান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনসুর আলম ডেভিড প্রমুখ তার সাথে ছিলেন।