রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের ৬ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন



বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে নব-গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের যৌথ স্বাক্ষরে গত ১৭ সেপ্টেম্বর ৬টি ইউনিয়নে ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন – পূর্ব পৈলনপুর ইউনিয়নে সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. রাজন মিয়া, বোয়ালজুড় ইউনিয়নে সভাপতি কাজী সাইফুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়নে সভাপতি রমুজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তারেক মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে সভাপতি ঝলক কান্তি দাস ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমেদ, বালাগঞ্জ সদর ইউনিয়নে সভাপতি মো. সুমন মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পুতুল এবং পূর্ব গৌরীপুর ইউনিয়নে সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ। ঘোষিত কমিটিগুলোকে আগামী ১৫দিনের মধ্যে নিজ নিজ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সংগঠনের উপজেলা শাখার পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!