রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত



উদ্ধারকর্মীরা কাজ করছেন দুর্ঘটনাস্থলে । ছবি: দ্য স্টার, মালয়েশিয়া

নির্মাণাধীন ভবন ধসে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত ও ২ জন আহত এবং আরও ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সেদেশে জাতীয় সংবাদ সংস্থা বেরনামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানাগেছে, মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপপুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

তিনি বলেন, গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় ২ জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৪জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিহত, আহত ও নিখোঁজ থাকা শ্রমিকদের নাম জানায়নি পুলিশ।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শেখ ইসমাইল আলাউদ্দীন সংবাদমাধ্যমকে জানান, তাঁরা ভুক্তভোগী ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার আগে তাঁরা কোনো বিবৃতি দেবেন না। তিনি ইতিমধ্যে নির্মাণাধীন ভবনের ঠিকাদারকে ভুক্তভোগী শ্রমিকদের তথ্য দিতে বলেছেন। যদিও তারা জানেন, নির্মাণাধীন ভবনটিতে যে শ্রমিকেরা কাজ করছিলেন, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। তবে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার আগে ভুক্তভোগী শ্রমিকদের শনাক্ত করার জন্য নথি পাওয়া প্রয়োজন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!