শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা – ১৫।। আব্দুর রশীদ লুলু



 ২৮ ডিসেম্বর ১৮৮০ – কোলকাতায় প্রথম ট্রাম চালু হয়।

 ১০ আগস্ট ১৯৫৭ – দ্য বাংলা একাডেমী অ্যাক্ট জারি হয়।

 ১০ আগস্ট ১৯১০ – ব্রিটেনে বিমান ডাক চালু হয়।

 ০৯ অক্টোবর ২০০৮ – নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো জয় পায় বাংলাদেশ।

 ০৯ অক্টোবর ২০০৮ – বাংলাদেশ শিশু একাডেমিতে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘শুশুক মেলা’ শুরু হয়।

 ২৪ অক্টোবর ১৯৪৫ – পোল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

 ০১ অক্টোবর ১৯৮৭ – দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছয় রিক্টর স্কেলে ভূমিকম্প হয়। এতে সম্পদের ক্ষয়-ক্ষতির পাশাপাশি বহুলোক হতাহত হয়।

 ০৪ ফেব্রুয়ারি ১৯৭৫ – চীনে সাত দশমিক তিন রিক্টর স্কেলে ভয়াবহ ভুমিকম্প হয়।

 ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – সাহারা মরুভূমি বরফে আচ্ছাদিত হয়।

 ১৪ এপ্রিল ২০১০ – চীনে ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে ১৪০০ লোকের প্রাণহানি ও বহু ক্ষয়-ক্ষতি হয়।

 ০৯ নভেম্বর ১৮৮৯ – পূর্ব জার্মানির জনগণের আন্দোলনের মুখে বার্লিন প্রাচীরের পতন ঘটে।

 ০৩ আগস্ট ১৮৫৮ – জন স্পীক নীলনদের উৎস আবিস্কার করেন।

 ২৩ আগস্ট ১৯৬২ – বাংলাদেশে তিতাস গ্যাসের সন্ধান পাওয়া যায়।

 ২৮ ডিসেম্বর ১৯৬৪ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 ১৭ অক্টোবর ২০০৮ – বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 ১৮ অক্টোবর ২০০৮ – চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত এশিয়ান ইউনিভ্যার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)- এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

 ১৪ ডিসেম্বর ১৯৪৫ – পর্তুগাল জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

 ২৯ আগস্ট ১৯৫৬ – খাদ্যের দাবিতে ঢাকায় বিখ্যাত ‘ভুখা মিছিল’ করা হয়।

 ১৯ আগস্ট ১৮৬১ – যুক্তরাষ্ট্রে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়।

 ০৮ জানুয়ারি ১৯৭২ – পাকিস্তানের কারাগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিলাভ করেন।

 ০৩ জানুয়ারি ১৯৮৩ – বাংলাদেশের সকল মসজিদ ও মন্দিরের আয় করমুক্ত ঘোষণা করা হয়।

 ০১ জানুয়ারি ২০০১ – বাংলাদেশ হাইকোর্টে ফাতওয়া নিষিদ্ধের রায় দেয়া হয়।

 ১৯ মার্চ ১৯৭২ – বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

 ২১ জানুয়ারি ১৭৯৩ – ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের গিলোটিনে শিরোচ্ছেদ করা হয়।

 ২৮ ডিসেম্বর ১৯৮৮ – ইসলামাবাদে চতুর্থ সার্ক সম্মেলন শুরু হয়।

 ২২ অক্টোবর ২০০৮ – আনুষ্ঠানিকভাবে রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

 ২৩ অক্টোবর ২০০৮ – শিক্ষা ও কৃষি খাতকে গুরুত্ব দিয়ে তিন বছর মেয়াদী দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি)- এর অনুমোদন দেয়া হয়।

 ২৮ আগস্ট ১৯৫৮ – বাংলাদেশের খ্যাতিমান সাতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন।

 ১৬ আগস্ট ১৯৭৫ – সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দান করে।

 ২৬ জানুয়ারি ৬২৫ – ইতিহাস খ্যাত উহুদ যুদ্ধ সংঘটিত হয়।

 ১৭ জানুয়ারি ১৯৯১ – তুরস্কে ইসলামী দল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 ০৭ জানুয়ারি ২০০৫ – সুনামগঞ্জের টেংরাটিলায় গ্যাসফিল্ডে অগ্নিসংযোগ ঘটে।

 ২১ জানুয়ারি ১৯৩৬ – রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহন করেন।

 ২১ জানুয়ারি ১৯৬৫ – ইরানের প্রধানমন্ত্রী হাসান আলী মনসুর তেহরানে অজ্ঞাতনামা গুপ্তঘাতক কর্তৃক নিহত হন।

 ০২ সেপ্টেম্বর ১৯৪৫ – দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে।

 ০৩ সেপ্টেম্বর ১৩৩৯ – জার্মানের বিরুদ্ধে মিসর যুদ্ধ ঘোষণা করে।

 ৩০ সেপ্টেম্বর ১৯৯২ – বাংলাদেশের সর্বপ্রথম কার্ডফোন ব্যবস্থা চালু হয়।

 ১১ সেপ্টেম্বর ২০০১ – যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান হামলায় নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়।

 ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দান করেন।

 ১৫ আগস্ট ১৮৭২ – ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটের মাধ্যমে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 ২১ আগস্ট ১৫৬৩ – পবিত্র মক্কা মুকাররমা বন্যা প্লাবিত হয়।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা), সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!