রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি হতে চান সাকিব



সাকিব আল হাসান | ছবি: সংগৃহীত

ক্রিকেট থেকে অবসরের আগেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্রীড়ামন্ত্রী হওয়ার ইচ্ছা তার নেই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে চান।

সাকিব বলেন, ক্রিকেটের প্রতি যেহেতু আমার আলাদারকম একটা ভালোবাসা আছে, ক্রিকেটের বাইরে কখনো চিন্তা করার সুযোগ হবে বলে মনে হয় না। যদি ক্রিকেটে থাকতে হয়, তবে বোর্ডের সভাপতি আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জায়গা। এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয়ের এমন কোনো ভূমিকা দেখিনি, যেটাতে আসলে কোনো পরিবর্তন হয়েছে।

জাতীয় দলের অধিনায়ক আরও বলেন, ক্রিকেটে ইচ্ছা থাকলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। এটা যেহেতু স্বাধীন সংস্থা, যদি পরিবর্তন করতে হয় বা কিছু পরিবর্তন করার থাকে, এখানেই অনেক বেশি আছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!