শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ঐক্য পরিষদ ও পূজা পরিষদের গণঅনশন কর্মসূচি পালন



বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এর ব্যানারে দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার বালাগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ গণঅনশন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার,এ গণ অনশন কর্মসুচীতে সংহতি প্রকাশ করেন জেলা ঐক্য পরিষদের সদস্য প্রদীপ দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার বৈদ্য, প্রধান শিক্ষক প্রতাপ চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বারিন্দ্র কুমার দাস, শিক্ষক গোবিন্দ চক্রবর্ত্তী, শিক্ষক সঞ্জয় দাস, সাবেক ইউপি সদস্য প্রভাত রায়, সুখময সুত্রধর, সচিব মারুতি দাম নন্দন, ব্যবসায়ি অরুন কুমার দে,শিশির কান্ত দেব, রথীন্দ্র রায় রতু, প্রসেনজিৎ দত্ত তপু, দোলন বৈদ্য, কার্তিক যাদব, ভুপতি চক্রবর্ত্তী জনি, উপজেলা পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ,প্রমথ পুরকায়স্থ, লিটন রায়, উজ্জ্বল দেব,অসিত দেব,যাদব দাস, সুনীল দাস, উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপন,বাপ্পন পুরকায়স্থ , রাহুল রায়প্রমুখ।

অনশনে নেতৃবৃন্দরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পাবর্ত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!