সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বাংলাদেশ সময় বিকাল চারটায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডুংশ্রী গ্রামে পারিবারিক গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর শেষ বিদায়ে এমপি, সচিব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর স্ত্রী শারমিন আক্তার জালালাবাদ কেন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রধান। তার দুই মেয়ে। এছাড়া মৃত্যুকালে তিনি ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লণ্ডন বাংলা প্রেসক্লাবের বর্তমান সদস্য শামসুল ইসলাম তাঁর ছোট ভাই।
অধ্যাপক নজরুল ইসলাম ছাত্রজীবনে জালালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এমসি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর শেষে ষোড়শ বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে লাল মনির হাট ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজে বেশ কয়েক বছর শিক্ষতা করে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষকদের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি টিটি কলেজ শিক্ষকদের সম্পাদক হিসাবে ও দায়িত্ব পালন করেন।