মরহুম শেখ লুৎফুর রহমান গত কয়েক মাস যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০মিনিটে ইব্রাহীম কার্ডিয়াক সেন্টার, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক। মৃত্যুকালে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি মুহুরিগঞ্জ, ফেনী। ৩০ ডিসেম্বর ১১টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মরহুম শেখ লুৎফুর রহমান সাপ্তাহিক সুরমা সম্পাদক ও রাষ্ট্রপতির সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটনের শ্বশুর।