বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির হানায় পরিত্যাক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি



মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে গেল টানা বৃষ্টিতে। তাতে নিশ্চিত হলো, তিন ম্যাচের সিরিজটিতে অন্তত আর হারছে না বাংলাদেশ। অটুট আছে সিরিজ জয়ের সম্ভাবনাও। বে ওভালে শুক্রবার নিউ জিল্যান্ড ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলার পর আর খেলা হতে পারেনি।

এর আগে দ্বিতীয় এই টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আর টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ রান করে আউট হন ফিন অ্যালেন। তবে শুরুর ধাক্কা সামালে ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট ভালই খেলছিলেন। এসময় আবারও আঘাত হানেন তানজিম সাকিব। তুলে নেন সেইফার্টের উইকেট। ২৩ বলে ৪৩ রান করেন সেইফার্ট।

তিনে নামা ড্যারিল মিচেল শুরুর দিকে একটু বাউন্ডারি মারতে পারলেও এরপর একটুও স্বস্তিতে খেলত পারছিলেন না। স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না গ্লেন ফিলিপসও। লেগ স্পিনার রিশাদ হোসেন আঁটসাঁট বোলিংয়ে চেপে ধরেন তাদের। বৃষ্টিতে বন্ধ হওয়া ম্যাচে ২৪ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মিচেল, ১৪ বলে ৯ রানে ফিলিপস।

সিরিজ নির্ধারণী ম্যাচটি এই মাঠেই, রোববার। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ১১ ওভারে ৭২/২ (অ্যালেন ২, সাইফার্ট ৪৩, মিচেল ১৮*, ফিলিপস ৯*; মেহেদি ২-০-১৫-০, শরিফুল ২-০-১৬-১, তানজিম ২-০-১৫-১, মুস্তাফিজ ২-০-১৬-০, রিশাদ ৩-০-১০-০)

ফল: ম্যাচ পরিত্যক্ত

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!