‘বই মানে জ্ঞান, বই মানে আলোর আবাহন’ স্লোগানকে সামনে রেখে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে অমর একুশে বইমেলায় বরাবরের ন্যায় এ বছরও অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব স্টল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় অমর একুশে বইমেলা ২০২৪-এ বাংলা একাডেমি প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টল (স্টল নম্বর: ৮১১-৮১২) এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
স্টল উদ্বোধন শেষে জবি উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলো গবেষণায় কাজে আসবে। শিক্ষক-কর্মকর্তাবৃন্দ যারা আছেন সকলে বইমেলায় আসবেন। বাচ্চাদের সাথে আনবেন, সকলকে বই কিনতে উৎসাহিত করবেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।