।।আনসার আহমেদ উল্লাহ।। স্পেনে নাগরিক সংবর্ধনায় অভিষিক্ত হলেন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী যুবনেতা এস. এম.সুজন। রোববার (১১ ফেব্রুয়ারি) স্পেনের লাঞ্জরতে তিনি এ নাগরিক সংবর্ধনায় সিক্ত হন।
বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আশরাফ তালুকদারের সভাপতিত্বে এ নাগরিক সংবর্ধনা সভা পরিচালনা করেন সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আওয়ামী লীগ নেতা ফজরুল হক এনাম। সভায় স্বাগতম বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমিনুল মামুন।বিষেশ অতিথি আলেয়া শাহজীদসহ অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন – এডভোকেট মর্তুজা আলী বাবুল, সৈয়দ রব্বানী আহমদ, শেখ ফখরুজ্জামান নাসের তামিল, বদরুল ইসলাম, আবুল লেইস সুজন কাপালি, নুর মিয়া, বেলাল , হোসাইন, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম, মিমজাদুর রহমান, হিমেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা রুবেল আহমেদ, আলমগীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন – তাজিরুল ইসলাম, কবির হোসেন, রাবেল আহমেদ, কিষান দেবনাথ, আলম হোসেন, ফারহান তালুকদার, আরমান শাহজিদ, ফাবিহা তালুকদার সায়মা শাহজীদ আদিল শাহজীদ,ফারহা তালুকদার আয়ান শাহজীদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মর্তুজা আলী বাবুল।