রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ডা. মাহমুদ আলী মাস্টার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী ও অনুদান বিতরণ



দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সমাজকল্যাণমূলক সংগঠন ডা. মাহমুদ আলী মাষ্টার ফ্যামিলি ফাউন্ডেশন’র পক্ষ থেকে ২শ পরিবারকে খাদ্যসামগ্রী এবং ১শ পরিবারকে নগদ অনুদান বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী উবায়দুর রহমান মসরুর স্থানীয় বাদেশপুর (সরকারবাড়ি) গ্রামের বাড়িতে গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের অন্যতম উপদেষ্টা আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশন’র অন্যতম উপদেষ্টা আনোয়ার আলী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল হামিদ, নিজাম উদ্দিন চান মিয়া, আব্দুল জলিল পংকি, ফজলু মিয়া, আখতার আহমদ, সেকুল ইসলাম, মাইজুল ইসলাম, আবু বকর জাবেদ, আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বাদেশপুর, হাসামপুর, শিবেরচক, সাতবিলা প্রভৃতি গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব বিতরণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!