সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মো.আহবাবুর রহমান মিরন। শুক্রবার (১৫ মার্চ) রাতে এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে সাক্ষাতকালে তিনি দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ৩ তলা ভবনের নির্মাণ কাজ এবং আনোয়ারপুর নিবাসী সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সৈয়দুর রহমানের বাড়ি পর্যন্ত অসমাপ্ত রাস্তার আরসিসি ঢালাই কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, গভর্নিংবডির সদস্য আব্দুল জলিল বেলাল, হেলিম উল্লাহ, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল ও তরুণ সমাজকর্মী নাজিমুল মুত্তাকিন।