শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের জন্মবার্ষিকীতে অসহায়দের মধ্যে ঢেউটিন বিতরণ 



একমাত্র মেয়ের জন্মবার্ষিকীতে দরিদ্র এলাকার অসহায়দের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের কুয়েত প্রবাসী সমাজসেবী মো. হেলাল উদ্দিন। শনিবার (২০ এপ্রিল) স্থানীয় জামালপুর গ্রামে খাঁশিয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা জামালপুরের আয়োজনে প্রবাসী হেলাল উদ্দিন ও তাঁর সহধর্মিণী রুপিয়া হেলালের পক্ষ থেকে এলাকার ১৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট জুয়েল আহমদ, গোয়ালাবাজার সরকারি আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুল মুকিত আজাদ, সমাজকর্মী শিরমান উদ্দিন, খায়রুল ইসলাম, আব্দুস ছালাম আজাদ, সুলেমান হোসেন খান, অনুষ্ঠানের সমন্বয় কারী আব্দুল বারি এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর খাঁশিয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লিয়াসন আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা সামছ উদ্দীন খাঁন।

উল্লেখ্য, প্রতিবছরই কুয়েত প্রবাসী মো. হেলাল উদ্দিন তাঁর একমাত্র মেয়ে হাবিবা হেলালের জন্মদিনে এলাকার হতদরিদ্রদের মধ্যে ঢেউ টিন, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্নভাবে দান করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবারও মেয়ের ১৫তম জন্মবার্ষিকীতে তিনি ঢেউটিন বিতরণ করলেন।

আলাপকালে কুয়েত প্রবাসী সমাজসেবী হেলাল উদ্দিন সবার দুয়া কামনা করে জানান, ভবিষ্যতে মানব কল্যাণে তাঁর এসব কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!