রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে গহরপুর বড়জমাত শাহী ঈদগাহ পরিচালনা কমিটি গঠিত



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়জমাত শাহী ঈদগাহের ৩ বছর মেয়াদের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ মে) সকাল ১১টায় সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেট এর দপ্তরে ঈদগাহ কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি এমএ মালেক।

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতি ক্রমে আগামী ৩ বছরের জন্য নতুন করে পরিচালনা কমিটি গঠন করা হয়।  কমিটির কর্মকর্তারা হলেন – সভাপতি খালেদ আহমেদ, সহসভাপতি এম এ মালেক, সহসভাপতি হারুন মিয়া, সহসভাপতি আব্দুল বাছিত বক্ত।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান পংকি, সহসাধারণ সম্পাদক মো. আছলাম খান, সহসাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল।

কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ আলী গোলশের মেম্বার, সহকোষাধক্ষ্য, সুহেল আহমদ।

কার্যকরি কমিটির সদস্য:  হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা আজমান আলী, শাহ মিয়াজি আমির আলী, সাংবাদিক শাহ মো. হেলাল, আতিকুল ইসলাম আতিক, বাবুল মিয়া, মো. ছমির আলী, আব্দুস শহিদ, মোতাহির আলী, সুহেল বারী, মনোয়ার হুসেন ময়না, আইয়ুব উল্লাহ, আতাউর রহমান মুজিব, তজমুল আলী, মো. তারা মিয়া মেম্বার, নেছাওর আলী, শফিকুল ইসলাম ও আফছার আহমেদ।

সভায় মোনাজাত পরিচালনা করেন হযরত হাফিজ মুফতি ছালেহ আহমদ মক্কী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!