রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নর্থ‌লিঙ্কনশায়ারে নর্থ বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ



বৃটেনের নর্থ‌লিঙ্কনশায়ার কাউ‌ন্সি‌ল এলাকায় বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ‌নিয়ে নর্থ বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৪ মে) স্কানথর্পের এক হলে উৎসবমুখর পরিবেশে নির্বাচ‌নের মাধ্যমে প্রেস ক্লাবের ২০২৪-২৬ সালের জন্য ক্লাবের কার্যনির্বাহি কমিটি ঘটিত হয়।

নির্বাচনে চ্যানেল এস-এর রিপোর্টার মুহাম্মদ শ‌হিদুর রহমান জামাল সভাপতি, চ্যানেল সেভেন-এর নর্থ‌লিঙ্কনশায়ার রি‌পোর্টার ‌মোহাম্মদ আব্দুলাহ আল আ‌জিজ সাধারণ সম্পাদক এবং এ‌টি এন বাংলা ইউ‌কের স্কানথর্প রি‌পোর্টার এনামুল আলম‌ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।

তবে শুধু সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার প‌দে ভোট‌াভুটি অনুষ্ঠিত হয়। পরে উপ‌স্থিত সক‌লের সর্বসম্ম‌তিক্র‌মে বা‌কি প‌দগু‌লো প‌রিপূর্ণ ক‌রে ১৫ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টির আত্মপ্রকাশ ঘটে।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ‌লিঙ্কনশায়ার বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আব্দুল মহিত গাজী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, আল ইসলাহ ইউকের নর্থ‌লিঙ্কনশায়ারের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী ও কমিউনিটি নেতা আনজুম চৌধুরী ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!