সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

খালেরমুখ বাজার বড়ভাঙ্গা নদীর উপর সেতুর উদ্বোধন



বালাগঞ্জ-ওসমানীনগর দুই উপজেলার অন্যতম সংযোগ রক্ষাকারী খালেরমুখ বাজার বড়ভাঙ্গা নদীর উপর নবনির্মিত সেতু’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মে ) বিকেলে বহুলপ্রতীক্ষিত এই সেতুটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, সিলেট – ২ আসনের এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

এ উপলক্ষে ওসমানীনগরের খালেরমুখ বাজারে উছমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ্ব  শফিকুর রহমান চৌধুরী বলেন, মানুষ হত্যা করে জ্বালিয়ে পুড়িয়ে গণতন্ত্র হয় না। আগুন সন্ত্রাসের জন্মদাতা বিএনপিকে জনগণ আর ক্ষমতায় চায় না বলে তারা ক্ষমতায় আসতে পারছে না। বিএনপি তাদের আমলে জ্বালাও পুড়াও আর হত্যা ছাড়া উন্নয়ন দিতে পারেনি। আর আওয়ামী লীগ সরকার মানে উন্নয়নের সরকার। তাই মানুষ আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় পাঠাচ্ছে। চিন্তা করবেন না আপনাদের দাবিদাবাসহ দীর্ঘদিনের সৃষ্ট সমস্যা পযাক্রমে সমাধান হবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লখন। উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মেম্বারের যৌথ পরিচালনায় বিশেষে অতিথির বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, আওয়মী লীগ নেতা মো. নেফা মিয়া, জুবায়ের আহমদ লিটন, কামিল আহমদ, মমনুর রহমান, এডভোকেট সাজ্জাদূর রহমান, খালিছ মিয়া, মুক্তার খান, তখলিছ আলী, শামিম চৌধুরী, খায়রুল ইসলাম, ফুজায়েল আহমদ, মাহিরুল ইসলাম, লুৎফর রহমান, নাজমুল ইসলাম মুন্না, বিলাল উদ্দিন, মকবুল আলী, সুন্দর আলী, মঈন উদ্দিন, সায়াদ উদ্দিন, ইদরিছ আলী, যুবলীগ নেতা ওলিউর রহমান, আব্দুল করিম, সাজু আহমদ পবলু, খোকন আহমদ, নিশি মালাকার, আব্দুল আজিজ, জাকারিয়া, ছাত্রলীগ নেতা  আফজল আহমদ, আব্দুল হক জাকির, এহসানুল হক, সজিব আহমদ, আবু মুসা, রায়হান আহমদ, আল মুহিন, নাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিনহাজুল ইসলাম।জানাগেছে, এরআগে যুগযুগ ধরে খালেরমুখ বাজার সংলগ্ম বড়ভাঙ্গা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীসহ দুই পাড়ের বেশ কয়েকটি গ্রামের শতশত মানুষ বাঁশের সাঁকো তৈরী করে চলাচল করে আসছিলেন। তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে দফায় দফায় ধরনা দিয়েও দূর্ভোগ লাঘব হয়নি। অবশেষে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবির কথা বিবেচনা করে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে খালেরমুখ বাজার সংলগ্ন বড়ভাঙ্গা নদীর উপর এ সেতু নির্মাণের পদক্ষেপ গ্রহন করা হয় এবং প্রায় ৫৭ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থ নবর্নিমিত এ দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ করা হয়। যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫কোটি টাকা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!