দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম এর ব্যক্তিগত পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই ) ইউনিয়নের শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিওরখাল খায়রুন্নেছা দারুস সুন্নাহ ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও বড়জমাত ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্ত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণকালে নাজমুল আলম চেয়ারম্যান বলেন, আপনারা আমাকে বারবার ভোট দিয়ে খাদিম হিসেবে নির্বাচিত করেছেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আপদবিপদ আসবে যাবে আল্লাহ সহায় থাকলে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আশ্রয় কেন্দ্রে এসব খাবার প্রদানকালে উপস্থিত ছিলেন – দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নেছাওর আলী, আইয়ুব উল্লাহ, বর্তমান মেম্বার মুহাম্মদ আলী গুলশের, রোকেয়া খাতুন, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এসএম হেলাল, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র সিনিয়র সহকারি শিক্ষক সুলতান আহমদ খান, জালাল আহমেদ প্রমুখ।