বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন



বালাগঞ্জ উপজেলার বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলাবাজারে দিনব্যাপী পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে সংস্থার সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় যুক্তরাজ্য প্রবাসী সাবের হোসেন ও আবদাল হোসেন এবং কাতার প্রবাসী জাহেদ আলমের অর্থায়নে বাজারে ১৪টি ডাস্টবিন প্রদান করা হয়। সংস্থার নেতৃবৃন্দ নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ব্যবসায়ী এলাকাবাসীকে সচেতন থাকার আহবান জানান।

পরিছন্নতা অভিযানকালে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রুপক চন্দ্র দাস, বর্তমান সভাপতি সবুজ দাস, সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমদ, সহসভাপতি আলমাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, সদস্য আয়নুল হক, জুনেদ আহমদ, ইমরান আহমদ, তুহিন হোসেন, শাহিনূর রহমান, মিকদার হোসেন, রাহিম আহমদ, সাগর চন্দ্র দাস, রিমন আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।

২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে কৃতিশিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা, শিক্ষার মান্নোয়নে সচেতনতামূলক উঠান বৈঠক, করোনা মহামারিতে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, ২০২২ এবং ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!