বরেণ্য বুযুর্গ আল্লামা হাফিজ নুর উদ্দিন গহরপুরী (রহ.) এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের বার্ষিক মাহফিল আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জামিয়ার দপ্তরে এলাকাবাসীর সমন্বয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।প্রস্তুতি সভায় আগামী ১৯ ডিসেম্বর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন, নবায়ন ও উপস্থিত তহবিল সংগ্রহ করা হয়। সবশেষে জামিয়ার আসন্ন বার্ষিক মাহফিল সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও দেশে-বিদেশে বসবাসরত সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে প্রস্তুতিসভা সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী।