সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সংগ্রহে: যোবায়েদা বেগম

লোকসাহিত্য: দেশ-বিদেশের বিচিত্র প্রবাদ-প্রবচন



 যেমন কর্ম, তেমন ফল  চোরের দশদিন, সাধুর একদিন  মন মিললে মেলা, না মিললে একলা একলা  যত দোষ, নন্দ ঘোষ  কাজ না করে কাজী  চকচক করলে সোনা হয় না  সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ  চোর গেলে বুদ্ধি বাড়ে  ধরি মাছ, না ছুঁই পানি  পাঠ না করে ছাত্র  যে পরিশ্রম করে, সে পুরষ্কার পায় (আরবী)  ছাত্রদের পাঠ্যভ্যাসই তপস্যা (সংস্কৃত)  চাষ না করে চাষী  গেঁয়ো যোগী ভিখ পায় না  মানীর অপমান বজ্রাঘাত তুল্য  যতেœ রতœ মিলে  আপনার ভালো পাগলেও বুঝে  ইঙ্গিতে বুঝলে মন, কাজ হতে কতক্ষণ  আহ্লাদে আটখানা, ল্যাজা মুড়ো দশখানা  অকালের তাল বড় মিষ্টি  অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি  আগে দেখ, পরে লও, শেষে দাও কড়ি  উচিত কথার ভাত নাই  কই মাছের প্রাণ, অল্পেতে না যান  চাল নাই ধান নাই, গোলা ভরা ইঁদুর  জলে তেলে মিশ খায় না  অন্ধকারে লাউ কাটা  আগে দুঃখ, পরে সুখ  কয়লা ধুলে ময়লা যায় না  চেনা বামুনের পৈতা লাগে না  জোয়ার মাত্রেই ভাঁটা আছে  ডোবা দেখলেই ব্যাঙে লাফায়  অতি বড় সোদর, তিন দিন করবে আদর  কলার ভেলায় সাগর পার  আমড়া গাছে আম হয় না  ইজ্জতের দাম লাখ টাকা  ঘুমন্ত কুকুরকে ঘুমাতে দাও  অগ্নি, ব্যাধি, ঋন, তিনের রেখো না চিন  ক্ষমার বড় গুণ নাই, দানের বড় পুণ্য নাই  চোরের মা’র বড় গলা  জলে পাথর পচে না  আপন চরকায় তেল দাও  অতি আশ, সর্বনাশ  অন্ধের কিবা দিন কিবা রাত  উপোসে যাবে দিন, ধার করলে হবে ঋণ  কষতে কষতে বাঁধন ছেড়ে  তাল, তেতুল, মাদার, তিনে দেখায় আঁধার  কান টানলে মাথা আসে  আপন ছিদ্র জানে না, পরের ছিদ্র খোঁজে  এক আঙ্গুলে তুড়ি লাগে না  ওঝার ঘাড়ে ভুতের বুঝা  কাজ নেই কাজ করে, ধানে চালে এক করে  জোয়ারের জল কতক্ষণ  তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি  আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্দিতে বাদশা নই  একা ঘরের একা বউ খেতে বড় সুখ, মারতে এলে ধরতে নাই তাই বড় দুখ  কাক কোকিল একই বর্ণ, কিন্ত স্বরে ভিন্ন ভিন্নœ  তাস, তামাক, পাশা এ তিন কর্ম সর্বনাশা  কালো কাপড় রুখু মাথা, লক্ষ্মী বলেন থাকব কোথা?  আপন গাঁয়ে কুকুর রাজা  অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি  খাজনার চেয়ে বাজনা বেশি  ঘোড়ার পেঠ গাধার পিঠ, খালি থাকে কদাচিৎ  দুধ কলা দাও যত, সাপের বিষ বাড়ে তত  ঘটি ডুবে না, নামে তাল পুকুর  অহংকার গদগদ, ভূমিতে না পড়ে পদ  আউলে বাঘ জালে পড়ে  কিনতে পাগল বেঁচতে ছাগল  খায়-দায় পাখিটি, বনের দিকে আখিঁটি  গাইতে গাইতে গায়েল, বাজাতে বাজাতে বায়েন  ঘরদোর নেই যার, আগুনে কি ভয় তার  গাছেরও খায়, তলারও কুড়ায়  ঘরে নেই যা, বাছা মাগে তা  আগাছার বড় বাড়  কাক সকলের মাংশ খায়, কাকের মাংশ কেউ না খায়  অভ্যাস দোষ না ছাড়ে চোরে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে  লাথির ঢেঁকি কি চড়ে ওঠে?  ভবি ভুলবার নয়  বর্ণচোরা আম।

সংগ্রাহক: কৃষি, হোমিওপ্যাথি ও লোকসাহিত্য অনুরাগী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন