
মোশাহিদ আলী
সিলেটের বালাগঞ্জ উপজেলার মোরারবাজারের ব্যবসায়ী মোশাহিদ আলী শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ রয়েছেন।
তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে।
পারিববরিক সূত্রে জানা গেছে, মোশাহিদ আলী গত শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রতিদিনের মতো ব্যবসার উদ্দেশ্যে বালাগঞ্জের মোরার বাজারে যান। সর্বশেষ ওইদিন রাত ৯-১০ টার পর্যন্ত অনেকের সাথে মোরার বাজার দেখা হলেও পরে আর বাড়ি আসেননি। এবং সর্বশেষ আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিষয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডাইরি নম্বর-৭০২।
যদি কেউ তাঁর সন্ধান পেয়ে থাকেন তবে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭৯১৮৩১০৮৭
০১৭১৫৭২০১৪০
০১৮৬৬৫২৮৮৫৯



