রমজানের পবিত্র সান্নিধ্যে, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল দৈনিক সবুজ সিলেট পত্রিকার উদ্যোগে আয়োজিত দুয়া ও ইফতার মাহফিল। সোমবার (১৭ মার্চ) পত্রিকার রায়নগর রাজবাড়ী নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে এক মিলনমেলায় পরিণত করেন।
এই মাহফিলে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। তবে সবচেয়ে হৃদয়গ্রাহী মুহূর্ত ছিল স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ, যা এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।
আমন্ত্রিত অতিথিরা একে অপরের খোঁজখবর নেন, রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সৌহার্দ্যের এক অনন্য বন্ধনে আবদ্ধ হন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, উষ্ণতা ও পারস্পরিক সম্প্রীতির ছোঁয়া।
অনুষ্ঠানে আগত অতিথিদের দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান, স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু ও স্টাফ ফটোগ্রাফার তারেক চৌধুরী রাহেল আন্তরিক অভ্যর্থনা জানান। অতিথিরাও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগকে ‘সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য নিদর্শন’ বলে অভিহিত করেন। ইফতারের আগে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি এবং মানবতার কল্যাণে প্রার্থনা করা হয়।