রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশের হয়ে দীর্ঘ পথ চলতে চান হামজা চৌধুরী



হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। আগামী পাঁচ দিন পর লাল-সবুজের হয়ে মাঠে নামার সুযোগ পাবেন তিনি। তবে এক ম্যাচ নয়, দীর্ঘ সময় বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই ফুটবলার। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে লম্বা রেসের ঘোড়া হতে চান তিনি।

ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে চান হামজা। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রসঙ্গে তিনি বলেছেন, “অবশ্যই, যখন সময় আসবে, আমি আমার অভিজ্ঞতা ও গল্প শেয়ার করব। লেস্টারের গল্পটা আলাদা, কিন্তু আমি চাই বাংলাদেশ দলও এমন গল্প তৈরি করুক।”

বাংলাদেশের ফুটবলে সম্ভাবনার অভাব নেই বলেই মনে করেন হামজা। তিনি বলেন, “একটি জাতি হিসেবে আমরা দারুণ। আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি। তবে এজন্য কঠোর পরিশ্রম ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। ইনশাল্লাহ, বাংলাদেশের হয়ে অনেক বছর খেলতে চাই।”

কবে থেকে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে হামজা জানান, বিষয়টি সহজ ছিল না। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালের পরিকল্পনা এবং কোচের বিশ্বাস তাকে সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “সভাপতি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, পরিকল্পনার কথা জানালেন, তখন দেখলাম এই দল কিছু অর্জন করতে চায়। আমিও জাতীয় দলে খেলতে চেয়েছি। কোচ ও সভাপতির বিশ্বাস আমাকে আত্মবিশ্বাসী করেছে। তাই আমি এখানে এসেছি।”

হামজা চৌধুরীর লক্ষ্য শুধু বাংলাদেশের হয়ে খেলা নয়, বরং দেশকে ফুটবলে বড় সাফল্য এনে দেওয়ার জন্য লড়াই করা। এখন দেখার পালা, লাল-সবুজের জার্সিতে তার নতুন অধ্যায় কতটা রঙিন হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!