শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা আদায়



বালাগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় নৌকাযোগে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস শনিবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু বালাগঞ্জ বাজারে বিক্রির জন্য আনা হয়। এসময় স্থানীয় প্রশাসন বালুভর্তি নৌকায় থাকা আকাশ মাহমুদ (২১) নামে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, নিয়ম বহির্ভূতভাবে বালাগঞ্জের সীমানা থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং বালুক্রয়ের রশিদ দেখাতে না পারায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!