সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দুয়া মাহফিল



গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ মার্চ) পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড রোডের একটি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা তাদের পরিবার ও বন্ধু-বান্ধবসহ এ আয়োজনে অংশ নেন, যা এক হৃদয়গ্রাহী মিলনমেলায় রূপ নেয়।

ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ব‍্যারিস্টার শামস উদ্দিন, লেকচারার এরিনা সিদ্দিকী সুপ্রভা এবং এমকিউ হাসান সলিসিটরসের ব‍্যারিস্টার রাউহা রেজা। অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান সংগঠনের ফাউন্ডার কনভেনর ব‍্যারিস্টার মো. কামরুল হাসান, যিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেহাদুল ইসলাম শিমুল।

ইফতারের আগে রমজানের তাৎপর্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের সিনিয়র মেম্বার ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এরপর ইফতার-পূর্ব মুহূর্তে বিশেষ দুয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মতিউর রহমান, যেখানে সকলের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

হরেক রকম সুস্বাদু খাবারের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন হয়, যেখানে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। মাগরিবের নামাজের পর অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চায়ের আয়োজনে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।

ইফতার মাহফিলে সংগঠনের সদস্য বিউটি এবং রিভা অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, যা উপস্থিত সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করে। এছাড়া, সংগঠনের সিনিয়র মেম্বার ওমর ফারুক ইসলামিক সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কনভেনর ব‍্যারিস্টার মো. কামরুল হাসান বলেন, এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন