
ছবি: সংগৃহীত
ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে প্রথম বড় পদক্ষেপ হিসেবে মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা, যা প্রশাসনের দাবি অনুযায়ী অবৈধভাবে সরকারি জমিতে নির্মিত হয়েছিল।
প্রশাসনিক সূত্রে জানা যায়, মাদ্রাসাটি গত ৩০ বছর ধরে পান্নার বিডি কলোনি এলাকায় চালু ছিল। দীর্ঘদিন ধরে একাধিক নোটিশ জারি করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নতুন ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর মাদ্রাসা পরিচালনা কমিটি নিজ উদ্যোগেই প্রতিষ্ঠানটি ভেঙে দেয়।
ঘটনার সূত্রপাত স্থানীয় এক মুসলিম ব্যক্তির অভিযোগের মাধ্যমে। পরে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মাও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা কমিটিকে নোটিশ পাঠানো হয়।
মাদ্রাসা কমিটির দাবি, প্রাথমিকভাবে এটি গ্রাম পঞ্চায়েতের অনুমোদন নিয়ে শুরু হলেও পরবর্তীতে এটি পুরসভার আওতায় পড়ে এবং নির্মাণকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর নতুন আইনের আলোকেই তারা বুলডোজারের মাধ্যমে স্বেচ্ছায় গঠন ভাঙার সিদ্ধান্ত নেয়।
বিজেপি নেতা শর্মা বলেন, “ওয়াকফ সংশোধনী আইন অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের সম্পত্তি এখন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়নে ব্যবহার করা হবে।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া