গুজরাটের আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকায় অবৈধ বসতি উচ্ছেদের অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের দাবি, এই অঞ্চলে বহু ‘বাংলাদেশি’ বসবাস করেন বলে সন্দেহ করা হচ্ছে।
শনিবার ভোররাত থেকে রাজ্যজুড়ে শুরু হয় ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তে তল্লাশি অভিযান। সোমবার রাত পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ৬,৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ৪৫০ জনের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়া গেছে বলে জানান রাজ্যের পুলিশ মহাপরিদর্শক বিকাশ সহায়।
এরপরই ‘সন্দেহভাজন বাংলাদেশি’ অধ্যুষিত এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। আহমেদাবাদের ‘সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে ঘরবাড়ি ভাঙা শুরু করে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন।
পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “এই এলাকায় অধিকাংশ বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ধারণা রয়েছে। বেআইনি নির্মাণ শনাক্তে পুরসভা আগেই সমীক্ষা চালিয়েছিল।”
মঙ্গলবার সকাল থেকেই ৫০টি বুলডোজার এবং প্রায় ২,০০০ পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অভিযানের আগেই অনেক স্থানীয় বাসিন্দাকে বাড়ি ছেড়ে চলে যেতে দেখা গেছে।