
ছবি:-সংগৃহীত
ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, শুল্ক ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্য আলোচনা হবে না।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হচ্ছে, ততক্ষণ আলোচনা নয়।” এর আগে হোয়াইট হাউস ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।
যুক্তরাষ্ট্র বলছে, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিগত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখাকেই এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপের শুল্ক বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। তবে যেসব পণ্য এরই মধ্যে রপ্তানির পথে রয়েছে, তা এই শুল্কের আওতায় পড়বে না।
এদিকে এই পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অর্থনৈতিক চাপের মুখে নয়াদিল্লি মাথা নোয়াবে না। কৃষক, জেলে এবং দুগ্ধখাতের স্বার্থে কোনো আপস হবে না।