রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিচ্ছে সরকার



স্কুল, কলেজ ও মাদরাসার ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের পরিবর্তে সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য আটটির অন্যতম ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা। কমিশন জানিয়েছিল, রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার কারণে অযাচিত হস্তক্ষেপসহ নানা সমস্যা সৃষ্টি হয়। তাই তাদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের যুক্ত করার সুপারিশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত নীতিমালা ইতোমধ্যে সচিব কমিটিতে অনুমোদিত হয়েছে এবং খুব শিগগিরই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!