সিলেট জেলা কৃষকদল ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালমান আহমদের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের লতিফা কমিউনিটি সেণ্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান।
উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মনছুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সালমান আহমদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ছালিক মিয়া, শাহ জুনাব আলী, আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত শরীফ, বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মকদ্দছ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল ফতেহ ফাত্তাহ, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, বিএনপি নেতা চেরাগ আলী, আত্তর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী, মিজান আহমদ, যুবদল নেতা আশিক মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা আবরার মিজান, হুসাইন আহমদ শিপন, জাহাঙ্গীর আলী, জুবেল আহমদ, বালাগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি শাহী আহমদ, ছাত্রদল নেতা সায়মন আদনান, নাহিদ আহমদ, সাকিব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত বিএনপি নেতা সালমান আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



