রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিক্ষোভে স্থগিত ফ্লাইট, ফুটবল দলের নিরাপদ ফেরাতে পদক্ষেপ নিচ্ছে সরকার



ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা আপাতত স্থগিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের ফেরার কথা ছিল। তবে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে দেয়। এতে খেলোয়াড় ও কর্মকর্তারা এখন টিম হোটেলেই অবস্থান করছেন।

সিএ প্রেস উইং জানিয়েছে, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন। এ লক্ষ্যে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা—বিশেষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ—পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ অবস্থায় দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নেপালের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দেশে দ্রুত ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!