গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি এখনও গন্তব্যের পথে রয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করা বহরের প্রথম দুটি জাহাজ ‘মাইকেনো’ এবং ‘ম্যারিনেট’ এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া ‘সামারটাইম-জং’ ও ‘শিরিন’ নামের আরও দুটি জাহাজও চলমান রয়েছে, যেগুলোতে আইনজীবীরা অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে বুধবার মধ্যরাতের পর ইসরায়েলি বাহিনী ফ্লোটিলায় অভিযান চালায়। এতে শত শত কর্মীকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ এবং দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নৌ-কমান্ডোরা ফ্লোটিলার প্রায় ৪০টি জাহাজে উঠে পড়ে এবং জিপিএস সিগন্যাল বন্ধ করে দেয়। পরবর্তীতে কর্মীদের আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে, যা রয়টার্স যাচাই করেছে।
গাজামুখী ত্রাণবহরে এ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তুরস্ক এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।




