
ছবি: সংগৃহীত
অভিবাসী কর্মীদের জন্য নিয়ম-কানুন আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিটের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এর ফলে হাজার হাজার অভিবাসী কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনবিসির।
বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়ম আজ (৩০ অক্টোবর) থেকেই কার্যকর হচ্ছে। অর্থাৎ, যেসব অভিবাসী এখন থেকে ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করবেন, তারা আর আগের মতো স্বয়ংক্রিয় মেয়াদবৃদ্ধির সুবিধা পাবেন না।
আগের নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির অভিবাসীরা সময়মতো ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করলে আবেদন প্রক্রিয়া চলাকালে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন।
মার্কিন স্বরাষ্ট্র বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে নবায়নের এই প্রক্রিয়ায় জালিয়াতি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে—নতুন নিয়মের মাধ্যমে সেই ঝুঁকি প্রতিরোধ করাই মূল উদ্দেশ্য।





