রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন আহ্বায়ক নাহিদ ইসলাম



ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, শিগগিরই এনসিপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে, দলটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমি ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেব। নির্বাচনের জন্য আমাদের দল ৩০০ আসন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই প্রার্থী তালিকা আমরা এ মাসের মধ্যেই প্রকাশ করতে পারি।”

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!