
ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে সময়সীমা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন দলটির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনেকেই এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে চাইলেও নানা কারণে পারেননি। তাদের কথা বিবেচনা করেই সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ সংক্রান্ত নির্ধারিত সংবাদ সম্মেলন আহ্বান করেও পরে তা বাতিল করে দলটি। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময় বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
গত ৬ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরুর ঘোষণা দেয়। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে চাইলে কেউ ইচ্ছেমতো বাড়তি মূল্যও দিতে পারবেন। জুলাই আহত ও নিম্নআয়ের মানুষের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা।
মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে অথবা অনলাইনে (nomination.ncpbd.org) ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে।




