
বর্তমানে দেশের ক্রীড়া অঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা হামজা চৌধুরী। তার আগমনে বদলে গেছে দেশের ফুটবলের পরিবেশ—ম্লান হয়ে যাওয়া গ্যালারি আবার জমে উঠেছে সমর্থকদের উচ্ছ্বাসে। হামজা–শমিত–জায়ান–ফাহমিদুল–কিউবা—এই নতুন প্রজন্মকে ঘিরে ফুটবলে তৈরি হয়েছে নতুন আলোচনার কেন্দ্র।
এই উত্থানের মাঝে নিজের পছন্দের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করেছেন হামজা। খেলিয়েছেন আধুনিক কালের জনপ্রিয় ৪–৩–৩ ফরমেশনে। দলের কোচ হিসেবে বেছে নিয়েছেন ট্যাকটিক্যাল মাস্টার পেপ গার্দিওলাকে।
গোলবারে নয়ার
দলের শেষ ভরসা হিসেবে জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়ারকে রেখেছেন তিনি।
রক্ষণে মালদিনি–ভ্যান ডাইক জুটি
চারজনের রক্ষণভাগে হামজার নির্বাচন:
-
দানি আলভেজ
-
পাওলো মালদিনি
-
ভার্জিল ভ্যান ডাইক
-
রবার্তো কার্লোস
মধ্যমাঠের জাদুকররা
তিনজন মিডফিল্ডার:
-
জিনেদিন জিদান
-
আন্দ্রেস ইনিয়েস্তা
-
এন’গোলো কান্তে
আক্রমণভাগে দুই দিক দাপাবেন রোনালদো–মেসি
উইংয়ে আছেন দুই মহাতারকা:
-
ক্রিশ্চিয়ানো রোনালদো
-
লিওনেল মেসি
আর কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।
এক নজরে হামজার সর্বকালের সেরা একাদশ
ফরমেশন: ৪–৩–৩
কোচ: পেপ গার্দিওলা
দল: নয়ার; আলভেজ, মালদিনি, ভ্যান ডাইক, কার্লোস; জিদান, ইনিয়েস্তা, কান্তে; রোনালদো, মেসি, নাজারিও।



