রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

চমকপ্রদ পরিবর্তনে নতুন রূপে ঘোষণা বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড



চট্টগ্রামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। ক্যারিবীয়দের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন কৌশল ও পরিকল্পনা নিয়ে দল পুনর্গঠন করা হয়েছে— যেখানে দলে ঢুকেছেন এক অনভিষিক্ত ব্যাটার, আর বাদ পড়েছেন জাতীয় দলে নিয়মিত দুই ক্রিকেটার। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি হয়ে উঠছে নতুন সংযোজন যাচাই ও কৌশলগত পরিবর্তন পরখ করার গুরুত্বপূর্ণ মঞ্চ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৩ নভেম্বর ২০২৫) যে দল ঘোষণা করেছে, তাতে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচই অনুষ্ঠিত হবে— তারিখ যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি)

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

লিটন কুমার দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

নতুনদের পরীক্ষা, ব্যাটিং অর্ডারে সম্ভাব্য রদবদল এবং পেস আক্রমণে নতুন সমীকরণ— সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলের প্রস্তুতি এবার একদম ভিন্ন রূপে দেখা দিচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!