ফেঞ্চুগঞ্জ উপজেলায় জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৩তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার (৬ জুন) দুপুরে বর্ষপূর্তি র্যালি ফেঞ্চুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় দৈনিক যায়যায়দিনের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এমরান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিলেটভিউ টুয়েন্টিফোর ডট কমের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফরিদ উদ্দিন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সঠিক সত্য সংবাদ প্রকাশে সংবাদকর্মীদের ঐক্যতার সাথে কাজ করে সমাজ বদলে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী ডাক্তার লিয়াকত আলী, প্রিয় সিলেট পোর্টাল নিউজ এর স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান শাহান, সিলেট ভয়েস টুয়েন্টি ফোর ডটকম এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান, দৈনিক ফেঞ্চুগঞ্জের স্টাফ রিপোর্টার পারভেজ আহমদ, রিপোর্টার আব্দুস সামাদ, ব্যবসায়ী মুমিন শাহ, প্রবাসী শাহিন আহমদ, ইঞ্জিনিয়ার ফয়সল খান, জাহাংগীর আলম, রাজু আহমদ, রিমন হাসান রিমু, কামরুল হাসান মিজু, জুয়েল আহমদ, পাপ্পু আহমদ, মেহেদী হাসান পিপলু, পাভেল আহমদ, ইমন আহমদ প্রমুখ।