সিলেট শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন কোরেশী মঞ্জু আর নেই। (ইন্না লিল্লাহি— রাজিউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে আটটায় আমেরিকায় ইন্তেকাল করেছেন।
মরহুমের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। শোকজ্ঞাপনকারীরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।