রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নবগ্রাম

সরওয়ার আলমের ছড়া



কবি সরওয়ার আলম

( যেখানে শৈশব কেটেছে তার ধুলো মাটি আজও গায়ে জড়ানো আছে,খুঁজলে গন্ধ পাওয়া যায়)
“””””””””””””””””””””””””””””
বড়বাগা নদীর তীরে
নয় গ্রামের ভীড়ে।
গড়ে উঠা বড় বাজার
নাম তার শাহ্ মাদার।

শাহ্ মাদারের ইতিহাস
সব মানুষের জানা।
নবগ্রামের স্মৃতিতে মেলে
মুক্ত মনের ডানা।

স্মৃতিতে ঘেরা ছেলেবেলা
যায়না সহজে ভুলা ।
ফেলে আসা নবগ্রামকে
কেমনে করি হেলা।

মনের ঘরের ছোট্ট ঘরে
আঁকা নয় গ্রাম।
দেশ-বিদেশে ছড়িয়ে আছে
প্রিয় নাম নবগ্রাম ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!