ওয়েস্ট েইন্ডিজ সফরররত বাংলাদেশ দলের স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছে ইতোমধ্যে। বুধবার (৪ জুলাই) থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১২ জুলাই- জ্যামাইকায়। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া করা মোস্তাফিজুর রহমান আছেন ঘোষিত ওয়ানডে দলে। তাছাড়া এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের ছেলে আবু জায়েদ চৌধুরী রাহী সহ নাজমুল হোসেন, নাজমুল ইসলাম ও আবু হায়দার।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টিই খেলেছেন সাকিব-তামিমরা। ২২ জুলাই, গায়না ন্যাশনাল স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার মধ্য দিয়ে ওয়ানডে খেলার এই দীর্ঘ বিরতির অবসান হবে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই ও সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডে হবে ২৮ জুলাই।
বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।