বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ শীর্ষে



নর্থইস্ট বালাগঞ্জ কলেজ গহরপুর

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বালাগঞ্জ উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ গহরপুর । সংশ্লিষ্ঠ সূত্রে জানাগছে, উপজেলার ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেরা ফল অর্জন করেছে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ গহরপুর। নর্থইস্ট কলেজের চলতি বছর অনুষ্ঠিত পরীক্ষায় কলেজের ৪১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৩৭জন। পাসের হার শতকরা ৯০.২৪ ভাগ।

এছাড়া বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ৪শ ৪জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রণ করে ৩শ ৯৮জন। এদের মধ্যে পাস করেছে ২শ ১৮জন পরীক্ষার্থী। পাসের হার শতকরা ৫৪.০০ভাগ। এবং অপর শিক্ষাপ্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল কলেজের ১শ ৪৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৮৩জন। পাসের হার শতকরা ৫৭.০০ ভাগ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!