রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর দেয়া নির্দেশনা পালন করল বালাগঞ্জের সব ধরনের শিক্ষা প্রতিষ্টান



নুরুল ইমলাম নাহিদ। ফাইল ছবি

গত বুধবার রাতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে সারাদেশের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখার ঘোষনা দেন। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ গুলো শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছিল।

বালাগঞ্জে শান্তিপূর্ন অবস্থা বিরাজ করছে জানিয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম জালাল উদ্দিন বলেন – বালাগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন – উপজেলার কোনো মাধ্যমিক বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান – প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ থাকায় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষনার কারনে আজ বালাগঞ্জ ডিগ্রী কলেজের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বালাগঞ্জ ডিগ্রী কলেজে এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেনি।

উল্লেখ্য যে, বাসের চাপায় গত ২৯ জুলাই ঢাকার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। গত দুই দিনে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের অন্যান্য শহরেও। এরই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখার নির্দেশনা দেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!