বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ‘রতনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর নব নির্বাচিত কমিটির অভিষেক পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ আগস্ট রোববার সন্ধ্যায় স্থানীয় মাদ্রাসা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোঃ মিজানুর রহমান পংকি।
সাধারণ সম্পাদক শুভ লস্করের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব এম এ মালেক, মোঃ আতাউর রহমান মুজিব, মোঃ তেরা মিয়া, হাজী গুলশের আলী, ট্রাস্টের উপদেষ্টা হাফিজ সামছুল ইসলাম, হাজী মোঃ গৌছ উদ্দিন, মোঃ দুদু মিয়া, সিনিয়র সহ সভাপতি প্রফেসার মোঃ মনু মিয়া, সহ সাধারণ সম্পাদক সুহেল বারী, কোষাধ্যক্ষ মোঃ সমছু মিয়া, সহ কোষাধ্যক্ষ মোঃ আবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সদস্য মো. খছরু মিয়া, নুরুল আমিন, মাজু মিয়া প্রমূখ।
সভায় ট্রাস্টের কর্মকর্তারা বলেন, এ ট্রাস্টের কার্যক্রম শুধু রতনপুর গ্রামেই সীমাদ্ধ নয়, সকলের দোয়া ও সহযোগিতা পেলে আগামীতে অন্যান্য এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে বিস্তর ভুমিকা রাখতে সক্ষম হবে।
অতিথিরা উক্ত ট্রাস্টের জনকল্যাণমূলক সকল কাজে স্ব-স্ব অবস্থান থেকে যথাসাধ্য সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে ‘রতনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মোঃ আজাদ মিয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।