বিএনপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি জাতীয় সংসদ নির্বাচন হতে দিবে না। তিনি বলেন, বেগম জিয়াকে বন্দী রেখে দলীয় নেতাকর্মীদের ঈদ উৎসব পূর্ণতা পায়নি। তাই আগামীদিনে দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।
তিনি ২৬ আগস্ট রোববার বিকালে বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ আলী মেম্বার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দাল মিয়া, সিলেট জেলা বিএনপি নেতা আহবাব হোসেন চৌধুরী খোকন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী তাজুল ইসলাম তাজুল, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, লুৎফুর রহমান চেয়ারম্যান, নাজমুল আলম চেয়ারম্যান, হাজী মনোহর খান, সিলেট জেলা যুবদল নেতা কুহিনুর রহমান, জেলা ছাত্রদল নেতা বখতিয়ার আহমেদ ইমরান, মাহবুব আলম, আফজাল হোসেন, আনহার আহমেদ মারনুছ, ফয়ছল আহমেদ, নাছিম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতা খছরুজ্জামান লাভলু, বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা আব্দুল জলিল, মো. সোনা মিয়া, ফারুক মিয়া, শাহীন আহমদ, দিলু মিয়া, সোহেল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা ফয়জুল হক মেম্বার, এনামুল হক মখদ্দছ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাবের আহমদ, এমদাদুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, হাসান আহমদ, বদরুল ইসলাম জাকির, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফুযায়েল খান সাজু, দফতর সম্পাদক সুজন আহমদ,আবু বক্কর জাকারিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নোমান লস্কর, সদস্য বুরহান আহমদ, এমরান আহমদ তালুকদার, জালালপুর ছাত্রদলের নেতা সেকুল ইসলাম, আব্দুল হক, জুয়েল আহমদ, জামাল আহমদ, ফখরুল
ইসলাম, কামরুল ইসলাম, রাসেল আহমদ, জুয়েল আহমদ, আব্দুল মুমিন, সোহাগ আহমদ, সুমন আহমদ,আব্দুশ শহীদ, সামসুল ইসলাম, আজিজুর রহমান ও নূরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা সুমিম আহমদ।
এর আগে কাইয়ুম চৌধুরী প্রখ্যাত আলেম আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী (রহ.)’র মাজার জেয়ারত করেন এবং মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সাথে মতবিনিময় করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন।