লন্ডন মেট পুলিশ সূত্রে জানা গেছে, লন্ডনের নিউহাম বারায় ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এ জন্যে গত ১১ আগষ্ট নিউহাম-ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে বিশেষ সাবধানতার সাথে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে। গত ১৯ জুলাই থেকে ৬ অগাষ্টের ভেতরে সংঘটিত অন্তত ৭টি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে এবং এ সব ছিনতাই ঘটেছে শুধু নিউহ্যামেই। ছিনতাইয়ের শিকার যারা হয়েছেন তারা সবাই মহিলা।
মেট পুলিশ সূত্র মতে, গাড়িতে একা বসে থাকা মহিলা অথবা নির্জন পথে মহিলাদের টার্গেট করছে ছিনতাইকারীরা। ছোরা ঠেকিয়ে গাড়িতে বসা মহিলাদের নামিয়ে অন্তত পাঁচটি গাড়ি ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
এছাড়া মহিলাদের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা। পুলিশ বলেছে, ছিনতাইকারীদের আক্রমণে দুজন মহিলা সামান্য আহত হলেও বড় ধরনের কোন আঘাতের ঘটনা কোথাও এ পর্যন্ত ঘটেনি। এরমধ্যে অবশ্য ছিনতাই হওয়া তিনটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ছিনতাইকারীদের ব্যাপারে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
এসব ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২০ থেকে ৩০ বছর বয়সী কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুঁজছে পুলিশ। গত ২০ জুলাই ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে একই ধরণের অপরাধের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছে।
এদিকে, ১৯ জুলাই সংঘটিত ছিনতাই ঘটনার ব্যাপারে অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ১০১ নাম্বারে ফোন করে অথবা ফরেস্ট গেইট পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে জানাতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।