শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের ঐতিহ্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় প্রামাণ্যচিত্র তৈরী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



বালাগঞ্জের ঐতিহ্য শীতলপাটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় প্রামাণ্যচিত্র তৈরী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ আবদুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া।

বক্তব্য রাখেন – বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, বালাগঞ্জ থানার এস আই কামরুল হোসাইন, বালাগঞ্জ তয়রুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিত, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, শীতলপাটি বুননয়ন উৎপাদন ও বাজারজাতকরণ সমিতির সভাপতি হিমাংশু ধর হিমু,সাধারণ সম্পাদক লিটন দাস লিকন, বোয়ালজুড় ইউনিয়ন উদ্যোক্তা বিজিত লাল ধর, কারিগর আব্দুল জলিল, সৈয়দা আখিল, লেবু মিয়া প্রমুখ। সভায় প্রামাণ্যচিত্র বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!