শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটের মাঠে প্রথম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার ইচ্ছা বাংলাদেশ দলের



সিলেটে প্রথম টেস্ট। বিশেষ আকর্ষণের এ টেস্ট ম্যাচটি আজ স্থানীয় সময়ানুযায়ী সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে। এই টেস্টে কোন একাদশ মাঠে নামাবে বাংলাদেশ? প্রতিটি ম্যাচের আগেই একাদশ নিয়ে লুকোছাপা থাকে টিম ম্যানেজমেন্টে। সিলেট টেস্টে বাংলাদেশের একাদশ নিয়েও চলছে একই লুকোছাপা। তবুও নানা সূত্র, অধিনায়কের কথা কিংবা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা ধারণা তো পাওয়াই যায়।

প্রথম টেস্টের দল কেমন হবে তা বলার আগে উইকেট নিয়ে কিছুটা আলোচনা করা যাক। সে আলোচনা এমন – সিলেটের উইকেট কেমন হবে, গত কদিনে নানা কথাই শোনা গেছে। ইমরুল কায়েস বললেন, ব্যাটিং-সহায়ক উইকেট হতে পারে। কোচ স্টিভ রোডস বললেন, উইকেট ‘ট্রিকি’ হবে, সবার জন্যই হয়তো কিছু থাকবে। মেহেদী হাসান মিরাজ জানালেন, টার্ন থাকতে পারে। তাহলে দাঁড়াল কী? প্রথমবারের মতো সিলেটে টেস্ট হচ্ছে, অতীত অভিজ্ঞতা থেকে যে কোনো ধারণা পাবেন, সে উপায়ও নেই। তবে যেহেতু দেশের মাঠে খেলা, বাংলাদেশের চাহিদা মেনেই উইকেট তৈরি করার কথা ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারওয়ালের।

২৮ অক্টোবর সিলেটে প্রথম অনুশীলনেও বাংলাদেশ দল দেখেছে, উইকেটে কিছুটা ঘাস আছে। সেই ঘাস এখন অনেকটাই উধাও। বাংলাদেশ কোচ অবশ্য শুরুতে চেয়েছিলেন একটা টেস্ট অন্তত ঘাসের উইকেট খেলতে। সিলেটে যে সেটি হচ্ছে না, নিশ্চিত। বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টেই চায় জয় নিশ্চিত করতে। আর জয়ই যদি হয় শেষ কথা, তাহলে বলাই যায় বাংলাদেশ পুরোনো পথেই হাঁটছে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য তো আকার-ইঙ্গিতে বোঝালেন, এ টেস্ট পাঁচ দিনে গড়ায় কি না সন্দেহ! তার মানে ঘূর্ণি উইকেটেই জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাবে মাহমুদউল্লাহর দল।

এতো গেল উইকেটের কথা। ওয়ানডেতে ধারাবাহিক ভালো করা বাংলাদেশ দল টেস্টে কেমন করবে, এমন কথা মনে আসতেই পারে। তাছাড়া আজকের ম্যাচটি একটি নতুন টেস্ট ভেন্যূতে শুরু হচ্ছে। তবে একথা সত্য ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তুঙ্গে থাকলেও সাদা পোশাকের লড়াইয়ে তা অনেকটাই ম্লান। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরুর পর উইন্ডিজের মাটিতে শোচনীয় টেস্ট সিরিজ হারের স্মৃতি সঙ্গী করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।

তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ার পাশাপাশি সিরিজটি ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়ায় এ যাত্রায় ফেভারিট তকমা মাথায় নিয়েই মাঠে লড়বে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের খেলা শেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই পাওয়া জয় মানসিকভাবে বাড়তি অনুপ্রেরণা হয়ে কাজ করবে মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য।

এদিকে যে দল নিয়েই রিয়াদরা মাঠে নামেন না কেন। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের। তাই এই বিশেষ টেস্ট ম্যাচ জয় দিয়ে উদযাপন করতে চান মাহমুদউল্লাহ রিয়াদরা। যদিও জিম্বাবুয়েকে ভালো দল হিসেবে বেশ সমীহই করছেন বাংলাদেশ দলের এই টেস্ট অধিনায়ক। তবুও সিলেটের মাঠে প্রথম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার ইচ্ছা বাংলাদেশ দলের।

সম্ভাব্য সেরা একাদশ-

বাংলাদেশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন/ নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু/ শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

জিম্বাবুয়েঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিগিস চাকাভা, ব্রেন্ডল টেইলর, শন উইলিয়ামস, ক্রেগ আরভিন, পিটার মুর, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নায়াম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!