মের্কেল বলেন, ‘আশা করছি, রবিবার একটি চুক্তি স্বাক্ষর করার জন্য আমরা ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে বসবো আর ভবিষ্যত সম্পর্ক বিষয়ে আলোচনা করবো’। তিনি আরও বলেন, ‘আমরা কখনওই এই অপসারণ চাইনি, কিন্তু যেহেতু এটা হচ্ছেই, তাই আমরা দুইটা বিষয় অর্জন করতে চাই। প্রথমত, আমরা একটি সুশৃঙ্খল অপসারণ চাই। আর দ্বিতীয়ত, আমরা ভবিষ্যতে ভালো, বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাই’।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লাউড জাকনারের সঙ্গে দেখা করতে বুধবার ব্রাসেলসে যাবেন। সেখানে তিনি ব্রেক্সিটের বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত আলোচনা করবেন।
গত সপ্তাহে মে’র মন্ত্রি পরিষদে ব্রেক্সিট চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। তবে তাঁর ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাবসহ আরেক মন্ত্রীর পদত্যাগের ঘটনা ব্রেক্সিট চুক্তিটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।